দেশ বিভাগে ফিরে যান

আচমকা cloud burst, অমরনাথের কাছে মৃত অন্তত ১০ তীর্থযাত্রী

July 8, 2022 | < 1 min read

শুক্রবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ অমরনাথ গুহার কাছে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১০ তীর্থযাত্রী। নিখোঁজ প্রায় ৪০ জন। প্রশাসন সূত্রে জানা গেছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে ঘটনাস্থলে হেলিকপ্টার।

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে কালীমাতা ও অমরনাথ গুহার মাঝখানে, যেখানে আছেন প্রায় ১০ থেকে ১২ হাজার যাত্রী। আচমকা এক ক্লাউড বার্স্ট হয় সেখানেই এবং তাতে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের কয়েকটি ক্যাম্প। এনডিআরএফ ও এসডিআরএফ-এর দলকে সেখানে পাঠানো হয়েছে উদ্ধারকাজ চালাতে ।

খোঁজ খবরের জন্য পহেলগাওয়ে পুলিশের কন্ট্রোল রুমের নম্বর:

9596779039
9797796217
01936243233
01936243018

TwitterFacebookWhatsAppEmailShare

#Pilgrims, #Amarnath cloudburst

আরো দেখুন