খেলা বিভাগে ফিরে যান

বুমরার ৬ উইকেট, রোহিতের ৭৬, ইংল্যান্ডকে ১০ উইকেটে ধ্বংস করল ভারত

July 12, 2022 | < 1 min read

ছবি সৌজন্য: republic world

মূলত জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ের দৌলতে ওভালে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতল ভারত। শিখর ধাওয়ান অপরাজিত থাকেন ৩১ রানে। অধিনায়ক রোহিত শর্মা করেন অপরাজিত ৭৬ রান।

জসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে গেছিল ওয়ান ডে ইন্টারন্যাশানাল ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। মঙ্গলবার প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। জসপ্রীত বুমরা ১৯ রানে ৬ উইকেট নেন। ৫০ ওভারের ম্যাচে বুমরার সেরা বোলিং এখন এটাই (৭.২-৩-১৯-৬)। তাঁর সঙ্গে মহম্মদ শামি নিলেন ৩ উইকেট। প্রসিধ কৃষ্ণা নেন একটি উইকেট। ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩০ রান করেন জস বাটলার।

ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত এটাই ইংল্যান্ডের সবচেয়ে কম রানের ইনিংস। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৫ রান করা ইনিংস ছিল সবচেয়ে কম রানের ইনিংস।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #England, #Rohit Sharma, #jasprit bumrah

আরো দেখুন