রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বিমান বিভ্রাটের ঘটনায় কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের

July 19, 2022 | < 1 min read

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে মামলাও হয়েছে। সোমবার ১৮ জুলাই সেই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের বিস্তারিত কারণ জানাতে চেয়ে কেন্দ্রকে হলফনামা দিতে বলা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায় হাইকোর্ট কেন্দ্রের কাছে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট তলব করেছিল। সেই সময় চারসপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও সেই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র রিপোর্ট জমা দিতে পারেনি। ফলে কেন্দ্রের অবহেলা নিয়ে নানান মহল প্রশ্ন উঠতে শুরু করে। সময় দেওয়া হলেও তার মধ্যে রিপোর্ট জমা দিতে না-পারায় প্রশ্ন ওঠে। যদি গতকাল ১৮ জুলাই উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সেন্ট্রাল ইনটেলিজেন্সের একটি রিপোর্ট বন্ধ খামে আদালতে জমা দিয়েছে।

মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রত্যেকটি বিমানের গতিবিধি সংক্রান্ত ভিডিওগ্রাফি সংগ্রহ করে রাখে। ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর বিমানের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, সে সময় রাজ্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল। নিম্ন আদালত সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মুখ্যমন্ত্রীর বিমানের ভিডিওগ্রাফি, ওই তদন্তকারী দলকে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই বিমানের ভিডিওগ্রাফি আজও দেওয়া হয়নি। কী কারণে বারেবারে মুখ্যমন্ত্রীর বিমানের সঙ্গেই এমন ঘটনা ঘটছে? এটি কী কেবল দুর্ঘটনা নাকি চক্রান্তের জাল বোনা চলছে ? সেই কারণ অনুসন্ধান করতে নিরপেক্ষ তদন্তের দাবিতেই মামলা দায়ের হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #calcutta high court, #union govt, #flight turbulence

আরো দেখুন