রাজ্য বিভাগে ফিরে যান

বাড়িতে টানা একদিন জেরার পর ইডির হাতে গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

July 23, 2022 | < 1 min read

শুক্রবার ভোর থেকে শনিবার অবধি জেরা এবং তল্লাশির পর সকালে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল ১০টা নাগাদ তার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সারা রাত ইডির আধিকারিকেরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে মন্ত্রীর নাকতলার বাড়ি। টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন শিল্পমন্ত্রী। তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা।

ইডি দাবি করেছে, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকাপাওয়া গিয়েছে। আটক করা হয়েছে সেই মহিলাকেও।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি এর জবাব দেবেন। এছাড়া বলা হয়েছে বিষয়টি বিচারাধীন। ভারতের বিচারব্যবস্থা এবং সংবিধানের ওপর পূর্ণ আস্থা আছে তৃণমূলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee

আরো দেখুন