..." />
রাজ্য বিভাগে ফিরে যান

সাসপেন্ড পার্থ: মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না, বললেন অভিষেক

July 28, 2022 | 2 min read

সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন

  • মহারাষ্ট্রে যে ৩২বিধায়ক গেছেন, তাঁদের মাথার ওপরে ছিল সিবিআই-ইডি।
  • নিজের স্বার্থ চরিতার্থ করতে দলীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জন করলে তৃণমূল তাঁর পাশে দাঁড়াবে না।
  • যদি কেউ অন্যায় করে থাকে, প্রমাণ হলে তৃণমূল তাঁর পাশে দাঁড়াবে না।
  • সাধারণ মানুষের প্রতি অবিচার হলে আপোষ করে না তৃণমূল।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের সংশয় রয়েছে।
  • তৃণমূলের দুজনকে গ্রেপ্তার করা হল, অথচ দুজন বিজেপিতে যাওয়ায় ছেড়ে দেওয়া হল।
  • বিজেপিতে গেলে ধোয়া তুলসি পাতা, ওয়াশিং মেশিনে ধুয়ে যাচ্ছে।
  • বিজেপিতে আলাদা আইন আর তৃণমূলের জন্য আলাদা আইন হতে পারেনা।
  • কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবার ক্ষেত্রে এক ব্যবস্থা নিক।
  • সারদায় যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁরা টাকা ফেরত পান চায় না সিবিআই, ইডি।
  • সারদা কান্ডে এখন‌ও পর্যন্ত চার্জসিট পেশ করেনি সিবিআই।
  • ব্যাপম অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেওয়া হল না?
  • বিজেপি নেত্রী ভারতী ঘোষের কাছ থেকে টাকা পাওয়া গেল কী ব্যবস্থা নেওয়া হল?
  • ওয়ার্কিং কমিটির বৈঠকে পরবর্তী মহাসচিব ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে, বঞ্চিত মানুষদের পক্ষে তৃণমূল।
  • রাজ্যের সহযোগিতা সিবিআই, ইডি চাইলে সহযোগিতা করবে রাজ্য।
  • আশা করবো তদন্তকারী সংস্থা নিরপেক্ষ পদক্ষেপ নেবে।
  • মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দুর্নীতিকে ইন্ধন দেন না।
  • সুদীপ্ত সেন যার নাম নিচ্ছে তাকে ডাকছে না সিবিআই।
  • মহাসচিব, জাগো বাংলার সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যসহ পাঁচটি পদ থেকে অপসারিত।
  • শৃঙ্খলরক্ষা কমিটির সকলের সম্মতিতে পার্থ চট্টোপাধ্যায়কে বহিস্কার করা হয়েছে।
  • তদন্তকারী সংস্থাকে অনুরোধ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করুন।
  • তৃণমূলের কেউ কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজেপির যারা দুর্নীতিতে যুক্ত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • ভারতের একটি রাজনৈতিক দল দেখান, যারা অভিযোগ পাওয়ার ৬দিনের মধ্যে ব্যবস্থা নিয়েছে।
  • এতো কালো টাকার উৎস কী, আমরা সকলে জানতে চাই।
  • কেন্দ্রীয় সরকারকেও টাকার দায় দায়িত্ব নিতে হবে।
  • যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সে তৃণমূলের কেউ নয়।
  • এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।
  • পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে।
  • বিচার ব্যবস্থার মধ্য দিয়ে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে, তাঁকে সসম্মানে গ্রহণ করা হবে।
  • দোষ প্রমাণ হলে যত বড় নেতা হোন, তাঁকে রেয়াত করবে না তৃণমূল
TwitterFacebookWhatsAppEmailShare

#partha chatterjee, #abhishek banerjee, #tmc

আরো দেখুন