বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠকে বসবেন মোদীর সঙ্গে
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। মূলত, ৭ তারিখ প্রধানমন্ত্রীর ডাকা ‘নীতি আয়োগের’ বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা। তবে নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি এবারের দিল্লি সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে সন্ধ্যায় চা-চক্রে মিলিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চা-চক্রে উপস্থিত থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সবচাইতে গুরুত্বপূর্ণ হল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে মমতার। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া-সহ বাংলার সমস্ত দাবিদাওয়া ফের তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে মমতার।
এছাড়াও নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এই সময় দিল্লি আসছেন সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীরাও। তাঁদের সঙ্গে মমতার বিরোধী জোট নিয়েও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
তৃণমূল সূত্রে খবর, শুক্রবার সংসদে যাবেন মমতা। কিছুটা সময় কাটাবেন সেন্ট্রাল হলে।