দেশ বিভাগে ফিরে যান

নীতি আয়োগের বৈঠকেও বাংলার পাওনা আদায়ের দাবিতে সরব মমতা

August 8, 2022 | < 1 min read

রাজধানী সফরের শেষ দিনে, ৭ আগস্ট রবিবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনেই বাংলার পাওনা টাকা আদায়ের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়েও মোদী সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

৬ আগস্ট আজাদি কা অমৃত মহোৎসব পালনের কমিটির বৈঠকে আমন্ত্রণ জানিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নীতি আয়োগ রাজ্যগুলিকে পরিকল্পনা পাঠায়। সেই পরিকল্পনা অনুযায়ীই, রাজ্য সরকার কাজ করার চেষ্টা করে। কিন্তু বহু ক্ষেত্রেই কেন্দ্র সময়মতো বকেয়া টাকা না মেটানোয় সমস্যার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, মোদী সরকারের কাছে বিভিন্ন খাতে বাংলার পাওনা প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি ৪৪ লক্ষ টাকা। ৫ আগস্ট নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলার পাওনা অর্থ মেটানোর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের গতকালের বৈঠকেও বাংলার পাওনা টাকা আদায়ের দাবিতে মোদী সরকারের উপর চাপ বাড়ান মুখ্যমন্ত্রী। জাতীয় শিক্ষানীতি তৈরিতে রাজ্যের মতামত নেওয়া আবশ্যক বলেও এদিন মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Narendra Modi, #Niti Aayog, #dues

আরো দেখুন