খেলা বিভাগে ফিরে যান

ইস্ট-মোহন ডার্বি ম্যাচ ঘিরে উন্মাদনা চূড়ান্তে, ৩০ মিনিটে শেষ টিকিট!

August 12, 2022 | < 1 min read

২৮ আগস্ট ডুরান্ড কাপে এই মরশুমে বাঙালির প্রথম ডার্বি। সেদিন ইমামি ইস্টবেঙ্গল খেলবে এটিকে মোহনবাগানেই বিরুদ্ধে। সেই ম্যাচ দেখার উন্মাদনা এটি, যে মাত্র ৩০ মিনিটেই মরশুমের প্রথম ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ হয়ে গেছে। যুবভারতীতে এই খেলা হবে। ম্যাচ দেখতে আগ্রহী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের এখন ভরসা মাঠে গিয়ে টিকিট কাটা।

জানা যাচ্ছে, শুধুই বক্স অফিসের জন‍্য অনলাইনে ফের টিকিট পাওয়া যাবে। ডার্বির তিন দিন আগে সেই টিকিট পাওয়া যেতে পারে। কলকাতার ঐতিহ্যবাহী ডার্বি ম্যাচ প্রায় দু’বছর পর যুবভারতীতে ফিরছে। আশা করা যাচ্ছে সল্টলেক স্টেডিয়াম সেদিন কানায় কানায় ভর্তি থাকবে, চলবে ঘটি বাঙালির তরজা।

প্রসঙ্গত অনলাইনে ৫০ টাকা দামে ডুরান্ডে এটিকে মোহনবাগান, ইমামি ইস্টবেঙ্গল, মহমেডানের অন্য ম্যাচগুলির টিকিট বিক্রি চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohun Bagan, #durand cup 2022, #মোহনবাগান, #East Bengal Mohun Bagan

আরো দেখুন