রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতায় ডুরান্ডের সূচনা করবেন মমতা, ফাইনালে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি

August 12, 2022 | < 1 min read

ফের ফুটবলের উত্তেজনায় ফুটছে কলকাতা। কারণ, আগামী ২৮ আগস্ট ময়দানের চির-প্রতিদ্বন্দ্বী দুই দল ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ ঘিরে কলকাতাবাসীদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

তার মধ্যেই ফুটবলপ্রেমী বাঙালিদের জন্য আরও সুখবর- এবার কলকাতাতেই হবে ডুরান্ড কাপের (Durand Cup) উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল সব ম্যাচই হবে যুবভারতীতে। ১৬ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুর্নামেন্টের সূচনা করবেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।

কলকাতা ছাড়াও গুয়াহাটি, ইম্ফলে হবে বাকি ম্যাচ। এবারের টুর্নামেন্টে ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১১টি দল খেলবে আইএসএল থেকে, চারটি আই লীগের দল ও ৫টি সার্ভিসেসের দল। মোট ৪৭টি ম্যাচ হবে। এর মধ্যে ২৭টি ম্যাচ হবে কলকাতায়। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লাখ টাকা, রানার্স দল পাবে ৪০ লক্ষ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Durand Cup, #Droupadi Murmu

আরো দেখুন