দেশ বিভাগে ফিরে যান

কোভাক্সিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়েছেন? বুস্টারে নিতে পারবেন কোর্বেভ্যাক্স

August 12, 2022 | < 1 min read

আজ ১২ আগস্ট থেকেই সতর্কতামূলক ডোজ হিসাবে কোর্বেভ্যাক্স নেওয়া যাবে। বৃহস্পতিবার এই টিকার অন্তর্ভুক্তকরণের কথা জানিয়ে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে চিঠি লিখেছেন ।

কোর্বেভ্যাক্স যে এখন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে, সেই কথা রাজ্যগুলিকে বলা হয়েছে। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দেওয়ার ছাড়পত্র মিলেছে৷ জানানো হয়েছে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিলেও ৬ মাসের মধ্যে সতর্কতামূলক ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে।

১৮ বছর বা তার বেশি বয়স্ক যারা কোভাক্সিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন তাদের এবার ৬ মাসের শেষে কোর্বেভ্যাক্স দেওয়া যেতে পারে সতর্কতামূলক ডোজ হিসাবে

TwitterFacebookWhatsAppEmailShare

#Covaxin, #Covishield, #Corbevax

আরো দেখুন