স্বাধীনতা দিবসে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা থাকে কলকাতা জুড়েই
করোনা অতিমারী এবং তার পরিপ্রেক্ষিতে লকডাউন কাটিয়ে এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত কুচকাওয়াজে উপস্থিত থাকতে পারবেন দর্শকরা। লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত থাকবেন সেখানে।
এবছর ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিস। শহরজুড়ে থাকবে মোট আড়াই হাজার পুলিস। সমস্ত ধর্মীয় স্থান, শপিং মল, বাজার সহ বিভিন্ন জায়গায় পুলিস পিকেট থাকছে। লালবাজার সূত্রের খবর, স্বাধীনতা দিবসের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে রেড রোড চত্বরে তৈরি করা হয়েছে ৬টি ওয়াচ টাওয়ার। ছ’জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
রেড রোডকে মোট ১৪টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। সব মিলিয়ে সেদিন অনুষ্ঠানস্থলে হাজির থাকবেন ২০ জন ডিসি। তাঁদের অধীনে মোট ৪০ অ্যাসিস্ট্যান্ট কমিশনারও উপস্থিত থাকবেন। অন্যদিকে, কলকাতা পুলিস শহরের ২৫টি মেট্রো স্টেশন, ২৪টি বাজার, ৭টি মন্দির ছাড়া আরও ১৯টি স্পর্শকাতর জায়গাতেও পিকেটের ব্যবস্থা করছে।