রাজ্য বিভাগে ফিরে যান

‘ইয়ে আজাদি ঝুটা হ্যায়’ স্লোগান ভুলে কমরেডরা এখন ব্যস্ত স্বাধীনতা দিবস উদযাপনে

August 15, 2022 | < 1 min read

সবাইকে অবাক করে দিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টিও (মার্কসবাদী) এ’বছর স্বাধীনতা দিবস বিশেষভাবে পালন করছে! অথচ কমরেডরা এক সময় মনে করত ‘ইয়ে আজাদি ঝুটা হ্যায়’। ভুল ভাঙতে সময় লাগল ৭৪ বছর!

এদিন সিপিএমের রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা। বেলেঘাটা গান্ধী ভবনের সামনেও বামেরা স্বাধীনতা দিবস পালন করে।

আবার একদা ‘লালদুর্গ’ বলে পরিচিত বর্ধমানের (অধুনা পশ্চিম বর্ধমানের) পাণ্ডবেশ্বরে সিপিএমের পার্টি অফিসে জাতীয় পতাকা তুলতে তৃণমূল বিধায়ককে ডাকার মতো ‘ঐতিহাসিক’ ঘটনাও ঘটল!

পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের
কিষান ভবনে জাতীয় পতাকা উত্তোলন
করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

সিদ্ধান্ত হয়ে গিয়েছিল মাস খানেক আগেই। গত ১৬ জুলাই দিল্লির একেজি ভবনে পার্টির পলিটব্যুরো বৈঠক বসে দিল্লিতে। সেই বৈঠকে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্টির অবস্থান ঠিক করার পাশাপাশি স্বাধীনত দিবসে পার্টির ভূমিকা নিয়েও আলোচনা হয়। পলিটব্যুরোর বৈঠকে ঠিক হয়েছে, একদিন নয়। ১৫ দিন ধরে স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম। প্রতিটি রাজ্য পার্টিকে পলিটব্যুরোর সিদ্ধান্ত মেনে পরিকল্পনা করার নির্দেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সিপিআইএম নেতৃত্ব। সেই নির্দেশ মতোই কমরেডরা স্বাধীনতা দিবস পালন করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Independence Day, #Cpim party office, #Independence day 2022

আরো দেখুন