রাজ্য বিভাগে ফিরে যান

পেসমেকার বসাতে দেশে সেরা কলকাতার এসএসকেএম হাসপাতাল

August 23, 2022 | < 1 min read

চিকিৎসকমহল ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সূত্রে জানা গেছে যে ভারতের মধ্যে এসএসকেএম হাসপাতালেই সরকারি ক্ষেত্রে সবচেয়ে বেশি পেসমেকার বসছে। এসএসকেএমের হৃদরোগ বিভাগে প্রতি মাসে কমবেশি ১০০টি পেসমেকার বসছে । সরকারি ক্ষেত্রে এর ধারেকাছে সারা দেশের অন্য কোনও হাসপাতাল বা মেডিক্যাল কলেজ নেই।

এমনও দাবি উঠেছে যে বেসরকারি-সরকারি দুই ক্ষেত্র মিলিয়েও ‘পেসিং’ (পেসমেকার বসানো)-এ দেশের মধ্যে শীর্ষে এখন এসএসকেএম হাসপাতাল। সংবাদ সূত্রের খবর, বেঙ্গালুরুর শ্রীজয়দেব ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ সরকারি ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে মাসে কমবেশি ৬০-৭০টি পেসমেকার বসছে। দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ (জি বি পন্থ) ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রয়েছে তৃতীয় স্থানে, যেখানে ৪৫-৫০টি করে পেসমেকার বসছে মাসে।

জানা গেছে যে মুকুন্দপুরের নারায়ণা হৃদয়ালয়া গোষ্ঠীর হাসপাতালে (আরটিআইআইসিএস) সরকারি-বেসরকারি ক্ষেত্র মিলিয়ে পূর্ব ভারতে এসএসকেএমের পর সবচেয়ে বেশি পেসমেকার বসছে। সংখ্যা মাসে প্রায় ৬০টি করে। মাসে প্রায় ৫০টি পেসমেকার বসিয়ে তৃতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের মিশন হাসপাতাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #SSKM, #hospital, #Pacemaker

আরো দেখুন