দেশ বিভাগে ফিরে যান

মোদীর চাকরির প্রতিশ্রুতিই সার, রাষ্ট্রায়ত্ব সংস্থায় কাজ হারাচ্ছেন শয়ে শয়ে মানুষ

August 26, 2022 | 2 min read

২০২২-এর জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন আগামী দেড় বছরে দেশবাসীকে ১০ লক্ষ চাকরি দেওয়া হবে। কিন্তু আদৌ সেই চাকরি দেওয়া হবে কি, কারণ হিসেবে দেখাচ্ছে রাষ্ট্রায়ত্ব সংস্থায় গত দু’বছরে কাজ হারিয়েছেন বহু মানুষ। বিরোধী দলের প্রচার অনুযায়ী কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট বলছে ২০২০ থেকে ২০২২এর মধ্যে নামি সংস্থাগুলোতেই লোক কমে গেছে। এরকমই একটি তথ্যপূর্ণ ছবি টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কি বলছে সেই তথ্য?

কোল ইন্ডিয়া:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ২,৭২,০০০
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,৪৮,০০০ এ।
  • কাজ হারিয়েছেন ২৪,০০০ মানুষ

এলআইসি:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ১,১৪,০০০
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,০৫,০০০ এ।
  • কাজ হারিয়েছেন ৯,০০০ মানুষ

এসবিআই:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ২,৪৯,০০০
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,৪৪,০০০ এ।
  • কাজ হারিয়েছেন ৫,০০০ মানুষ

ব্যাঙ্ক অফ বরোদা:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ৮৪,২৮৩
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৯,৮০৬ এ।
  • কাজ হারিয়েছেন ৪,৪৭৭ মানুষ

ওএনজিসি:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ৩০,১০৫
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭,১৬৫ এ।
  • কাজ হারিয়েছেন ২,৯৪০ মানুষ

বিপিএলসি:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ১১,২৪৯
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮,৫৯৪ এ।
  • কাজ হারিয়েছেন ২,৬৫৫ মানুষ

এইচএএল:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ২৭,৩৮৪
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫,৪১২ এ।
  • কাজ হারিয়েছেন ১,৯৭২ মানুষ

এনটিপিসি:

  • মার্চ ২০২২ তে কর্মী সংখ্যা ছিল ১৯,১৬৫
  • মার্চ ২০২২ এ কর্মী সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭,৪৭৪ এ।
  • কাজ হারিয়েছেন ১,৬৯১ মানুষ
TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #PSU companies, #Narendra Modi

আরো দেখুন