← দেশ বিভাগে ফিরে যান
দুর্গাপুজো পর এবার গরবার ইউনেস্কো স্বীকৃতির জন্যে উদ্যোগী ভারত
এবার গরবার ইউনেস্কোর স্বীকৃতির জন্যে ঝাঁপাচ্ছে ভারত। প্রসঙ্গত, বাংলার দুর্গাপুজো হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। গুজরাতের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী হল গরবা (Garba Dance)। এবার সেই গরবাকেই ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে মনোনীত করল দেশ। জানা গিয়েছে, আগামী বছর এই মনোনয়নের পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হবে।
বিগত বছর ডিসেম্বরে দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে ইউনেস্কোর ইন্টাজিবল কালচারাল হেরিটেজের সেক্রেটারি টিম কুর্টিস দুর্গাপুজোর স্বীকৃতি প্রাপ্তির কথা ঘোষণা করেছিলেন। জানা গিয়েছে, ২০২৩ সালের মাঝামাঝি গরবার স্বীকৃতির বিষয়ে খতিয়ে দেখবে ইউনেস্কোর পর্যালোচনাকারী শাখা। তারপরই কমিটির অধিবেশনে গরবার তালিকাভুক্তিকরণ নিয়ে সিদ্ধান্ত নেবে ইউনেস্কো।