দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরার রাজ্য রাজনীতি থেকে বিপ্লব দেবকে ছেঁটে ফেললো বিজেপি

September 10, 2022 | < 1 min read

কদিন আগেই হারিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্ব। ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে ফের নিজেকে দলের মুখ হিসেবে তুলে ধরার লক্ষ্যে তারপর গোটা রাজ্য চষে বেড়িয়েছেন বিধায়ক বিপ্লবকুমার দেব (Biplab Kumar Deb)। এসব দেখে সে রাজ্য নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই কী রাজ্য রাজনীতি থেকে বিপ্লবকে কার্যত ছেঁটে ফেলল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এরকমই ভাবছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জানা যাচ্ছে, বিপ্লব দেবকে এবার হরিয়ানার পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থীও করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এদিন ত্রিপুরার প্রদেশ পর্যবেক্ষক পদেও পরিবর্তন করেছে । এই পদে বিপ্লব ঘনিষ্ঠ বিনোদ সোনকরের জায়গায় আসছেন ডাঃ মহেশ শর্মা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Haryana, #Biplab Deb, #tripura, #bjp

আরো দেখুন