কলকাতা বিভাগে ফিরে যান

আজ কলকাতার কোন রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল, বিকল্প রাস্তা কোনটা, জানুন

September 13, 2022 | 2 min read

একাধিক রাস্তায় করা হবে যান নিয়ন্ত্রণ, প্রতীকী ছবি।

হাওড়া পুলিশ কমিশনারেট থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, নবান্নের আশেপাশে ১৪৪ ধারা বজায় থাকবে, মেলেনি অনুমতি, তবু সে সবকে তোয়াক্কা না করে আজ মঙ্গলবার জারি রয়েছে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি (BJP Nabanna Rally)। এই কর্মসূচির জন্য কলেজ স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো শহরের প্রানপথ বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যেতে পারে।

মঙ্গলবার যান নিয়ন্ত্রণ করা হবে শহরের কোন পথে, সোমবারই তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ওই বিজ্ঞপ্তিতে বিকল্প পথের কথাও জানানো হয়েছে ।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি, ছবি সৌঃ কলকাতা পুলিশ/ টুইটার

জেনে নিন কি বলছে সেই বিজ্ঞপ্তিতে :

  • সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে এনসি স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে।
  • বিকল্প পথ: লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড।
  • দুপুর ১২টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে স্ট্র্যান্ড রোড এবং উত্তর অভিমুখে কিংসওয়ে মোড় পর্যন্ত।
  • বিকল্প পথ: কিংসওয়ে, আরআর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ।
  • অথবা কিংসওয়ে-আর আর অ্যাভিনিউ-দক্ষিণ অভিমুখে রেড রোড।
  • সকাল ৮টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে।
  • বিকল্প পথ: এজেসি বোস রোড-এক্সাইড মোড়-এজেসি বোস রোড হয়ে উত্তর অভিমুখে এপিসি রোড।
  • অথবা এজেসি বোস রোড- জহরলাল নেহরু রোড-উত্তর অভিমুখে জহরলাল নেহরু রোড।

মঙ্গলবার সকাল যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে হাওড়া ব্রিজে।
এছাড়াও রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #bjp, #Nabanna Rally, #Kolkata Traffic Update

আরো দেখুন