যোগী রাজ্যে পাঠ্য পুস্তকে জাতীয় সঙ্গীত থেকে বাদ ‘উৎকল-বঙ্গ’!
উত্তরপ্রদেশে পাঠ্য পুস্তকে জাতীয় সঙ্গীত ভুল ছাপা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
রাজ্যের পঞ্চম শ্রেণির হিন্দি টেক্সট বইয় খুলে দেখা গেল, যে জাতীয় সঙ্গীত ছাপা রয়েছে সেখানে ‘উৎকল, বঙ্গ’ শব্দ দুটি নেই। রয়েছে, ‘পাঞ্চাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়।’ তারপর রয়েছে ‘বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা’।
এই গুরুতর ত্রুটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে ইচ্ছাকৃত ভাবেই কি ‘উৎকল, বঙ্গ’ শব্দ দুটি বাদ দেওয়া হল?
বিতর্ক শুরু হওয়ার পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাফাই, এটা ইচ্ছকৃত ভুল নয়, প্রকাশনী সংস্থার ছাপার ভুল। জাতীয় সঙ্গীতের অবমাননা করার মামলা রুজু হয়েছে ওই সংস্থার বিরুদ্ধে।
রাজ্যের আড়াই থেকে তিন লক্ষ পড়ুয়াকে ওই বই দেওয়া হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তর সূত্রে খবর, বইয়ের নির্দিষ্ট ওই পাতাটি ফের ছাপিয়ে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।