রামমন্দিরকে তুলে ধরতে দিল্লিতে বসছে রামলীলার আসর, অভিনয়ে মোদীর মন্ত্রীরা
করোনা কাটিয়ে ফের রাজধানীতে বসছে রামলীলার আসর। রামলীলার মোড়কে অযোধ্যায় নির্মাণরত রামমন্দিরকেও তুলে ধরতে চাইছেন আয়োজকরা। জানা যাচ্ছে, আয়োজকদের একাংশ গেরুয়া শিবির ঘনিষ্ঠ চাঁদনি চক এলাকার ব্যবসায়ী। লালকেল্লার সামনের ময়দানে লব কুশ রামলীলা কমিটি অযোধ্যার রামমন্দিরের আদলে ৭০ ফুট উঁচু রামলীলার মঞ্চ তৈরি করেছে। মঞ্চের নাম দেওয়া হয়েছে, রাম লালা কে মন্দির মে রাম কি লীলা।
২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, প্রতি সন্ধ্যায় সেখানেই রামলীলা অভিনীত হবে। এই রামলীলায় অভিনেতা-অভিনেত্রীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন মোদীর মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। লব কুশ রামলীলা কমিটির সভাপতি অর্জুন কুমার জানিয়েছেন, ইস্পাত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে নিষাদ রাজের চরিত্রে অভিনয় করতে চলেছেন। গণবণ্টন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে নামছেন বশিষ্ট মুনির চরিত্রে। সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গাইবেন ভজন। দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি কেওয়াতের ভূমিকায় অভিনয় করছেন। আম আদমি পার্টির বিধায়ক ব্রিজেশ গোয়েল হচ্ছেন অঙ্গদ।
পর্দার অভিনেতা, অভিনেত্রীরা থাকছেন। সীতার ভূমিকায় থাকছেন বাঙালি দেবলীনা চট্টোপাধ্যায়, রাম রাঘব তেওয়ারি। আসরানি নারদ মুনির চরিত্রে অভিনয় করবেন। দশেরায় প্রতীকী তির মেরে রাবণের মূর্তি পোড়ানোর কাজটি মোদী দিয়েই করাতে চাইছে আয়োজকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানানো হয়েছে।