ঢল নামল তিলোত্তমায়, উত্তর কলকাতার এই পাঁচ ঠাকুর না দেখলে পুজো মিস
চতুর্থীর সন্ধ্যায় ঢল নামল তিলোত্তমায়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুজো আয়োজকদের মধ্যে চলছে সেরা হওয়ার লড়াই, থিমের জব্বর টক্কর। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অভিনবত্বের ছোঁয়া। আলোয় আলোকিত মহানগর।
উত্তর কলকাতার এই ৫ টি মণ্ডপ না দেখলে কিন্তু এবারের পুজো মিস!
কাশী বোস লেন সর্বজনীন:
কাশী বোস লেনের এবারের থিম মাটির টানে মায়ের মণ্ডপ। শিল্পী অদিতি চক্রবর্তীর ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ। হালকা আলোয় সাজানো মণ্ডপে প্রবেশ করলেই মিলছে এক অন্যরকম স্বাদ। প্রতিমাও বেশ আলাদা।
দমদম পার্ক ভারতচক্র:
আজকাল সমাজ মাধ্যমে সবাই নিজেদেরই জাহির করে চলেছে। আমি আমি করেই সবাই ব্যস্ত, সবাই মশগুল। আমরা কেউই আমরা হয়ে উঠতে পারছি না। আমরা হয়ে ওঠার আনন্দই আলাদা, সেই ভাবনা নিয়ে মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক ভারতচক্র। তাদের থিম আমি নয় আমরা।
দমদম তরুণ দল:
দমদম তরুণ দলের এবার মণ্ডপের বিষয় আনন্দ নগরী কলকাতা। তবে কলকাতার একেবারে ভিন্ন রূপ তারা তুলে এনেছেন মণ্ডপে। শিল্পী প্রদীপ দাসের ভাবনায় অচেনা কলকাতার ছবি ধরা দেবে দমদম তরুণ দলের মণ্ডপে।
কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ:
কেষ্টপুর প্রফুল্লকানন অধিবাসীবৃন্দর পুজোর থিম প্রতি মাতেই প্রতিমা। প্রতিটি মায়ের মধ্যে রয়েছে দেবী দুর্গার রূপ, সেই স্বরূপ তুলে ধরছেন তারা। পুজোয় ব্যবহৃত সামগ্রী নিয়েই সেজে উঠেছে প্যান্ডেল। মাকে ভালবাসলেই দেবী দুর্গাকে ভালবাসা হয়, এই সহজ সরল কথাই বলছেন তারা।