কলকাতা বিভাগে ফিরে যান

টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

October 13, 2022 | < 1 min read

প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কুদঘাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার সকালে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। দক্ষিণ কলকাতার কুদঘাটে, ২৭ বাবুরাম রোডে এসকে মুভিজের গোডাউন রয়েছে। জানা যাচ্ছে, আগুন লাগার সময়ে ওই গোডাউনে কেউ ছিলেন বা কেউ ভিতর আটকেও নেই।

আজ সকাল ৬টা নাগাদ আগুন দেখতে পান আশপাশের মানুষ। জানা যাচ্ছে, প্রথমে কালো ধোয় বেরোনোর পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাতে গোডাউনের সামনে থাকা শেড ভেঙে যায়। গোডাউনের ভিতর কী দাহ্য পদার্থ ছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eskay Movies, #kudghat, #studio, #Kolkata, #Tollygunge, #Fire

আরো দেখুন