নির্বাচনের আগে দীপাবলির রাতে হিংসা গুজরাটে, রেহাই পেল না পুলিশও
দীপাবলির রাতে রীতিমতো তাণ্ডব চলল প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র গুজরাটে। বিধানসভা নির্বাচনের আগে দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাদোদরা। পুলিশকে লক্ষ্য করে দেদার বোমা ছোঁড়া, পাথরবৃষ্টি, স্কুটার জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভাদোদরায় সোমবার রাত পৌনে একটা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির সূত্রপাত। ভাদোদরার স্পর্শকাতর এলাকা পানিগেট এলাকায় বাজি পোড়ানোকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। দু’পক্ষ একে অপরের দিকে রকেট ছুঁড়েছিল। ছোঁড়া হয়েছিল বাজিও। এরপরই দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে তাদের উপরও হামলা চালানো হয়। ছোঁড়া হয় পেট্রল বোমা। এই ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।
ভাদোদরার ডেপুটি কমিশনার ইয়াসপাল জাগানিয়া জানান, বাজি পোড়ানো ও রকেট ছোঁড়া ঘিরে অশান্তির সূত্রপাত। দুই সম্প্রদায়ের মানুষজন একে অপরের দিকে পাথর ছোঁড়া। এমনকী, একটি তিনতলা বাড়ি থেকে পুলিশকর্মীদের লক্ষ্য করে পেট্রল বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যে ১৯ জনকে আটক করা হয়েছে।