টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন, ডাচদের প্রোটিয়া বধে সেমিফাইনালে রোহিতরা
বিশ্ব ফুটবলের চোকার্সরা হারিয়ে দিল ক্রিকেট বিশ্বের চোকার্সদের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন, জায়েন্ট কিলিং আর বরুণদেবের দৌলতে প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে বিশ্বকাপের অঙ্ক। ডাচদের কাছে পরাস্ত হল প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে গ্রুপের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল দক্ষিণ অফ্রিকা। ফলে রাস্তা খুলল পাকিস্তান, বাংলাদেশের সামনে, আজকের দ্বিতীয় ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে বিশ্বকাপের শেষ চারে।
অন্যদিকে, ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেল। ৪ ম্যাচে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। আজ ভারত যদি জিম্বাবোয়ের কাছে হেরেও যায়, সেক্ষেত্রেও সেমিফাইনালে যাবে রোহিতরা। নেদারল্যান্ডের কাছে হেরে গ্ৰুপের সব অঙ্ক হিসেব বদলে দিল প্রোটিয়ারা।
রবিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ৪ উইকেটে ১৫৮ রান করে। অ্যাকেরম্যান ২৬ বলে ৪১ করেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। ১৩ রানে জয়ী হয় ডাচরা।