নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন স্বয়ং পেলে, কী বললেন তিনি
আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফুটবল সম্রাট পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৩০ নভেম্বর।
বিশ্বকাপের মাঝেই এই দুঃসংবাদ শুধু ব্রাজিলের জন্য নয় গোটা বিশ্বের জন্যই ছিল উদ্বেগের কারণ। বিশ্বজুড়ে পেলের ভক্তরা দ্রুত আরোগ্য কামনা শুরু করে দেন। ফুটবল সম্রাটের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন ব্রাজিলের কোচ তিতেও। কাতারের বেশ কিছু দর্শনীয় বিল্ডিংয়ে আলোকসজ্জার মাধ্যমে পেলের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন স্বয়ং পেলে। কঠিন সময়ে তাঁর জন্য যেভাবে প্রার্থনা করেছেন ভক্তরা, সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্রাজিলিয় কিংবদন্তি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। সকলকে আশ্বস্ত করে তাঁর বার্তা, “প্রতি মাসের নিয়ম মতোই এবারেও হাসপাতালে চিকিৎসা করতে এসেছি। তবে সকলে আমার সুস্থতা কামনা করেছেন, তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। সকলকে ধন্যবাদ জানাই।” কাতারের একটি ছবিও পোস্ট করেছেন এই কিংবদন্তি ফুটবলার।