দেশ বিভাগে ফিরে যান

মাঝরাতে জয়পুর বিমানবন্দরে তৃণমূল মুখপাত্রকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশ

December 6, 2022 | < 1 min read

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে মঙ্গলবার গভীর রাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গুজরাত পুলিশ। মঙ্গলবার টুইটে এই কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন।

জানা গেছে, সাকেত গোখলে সোমবার রাতে নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। জয়পুর বিমানবন্দরেই গুজরাত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে সাকেতকে ফোন কল করার জন্য দু’মিনিটের জন্য সময় দিয়েছিল পুলিশ। তারপরই তাঁর সমস্ত জিনিসপত্র এবং ফোন বাজেয়াপ্ত করা হয় বলে জানা যাচ্ছে।

গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে সাকেত টুইট করছিলেন। আহমেদাবাদ সাইবার সেলে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই কি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Morbi Bridge Collapse, #tmc, #Saket Gokhale, #Gujarat Police

আরো দেখুন