খেলা বিভাগে ফিরে যান

শেষ পর্যায়ে মরুদেশে ফুটবলের লড়াই, দেখে নিন সেমিতে কারা?

December 11, 2022 | < 1 min read

কাতারের কাপ যুদ্ধে একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। শেষ চারের লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কো। কোয়াটার ফাইনালে আট দলকে হারিয়ে, শেষ চারে উঠে এসেছে এই চার দল। প্রথম কোয়াটার ফাইনালে পেনাল্টি শ্যুট-আউটে ব্রাজিলকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। দ্বিতীয় কোয়াটার ফাইনালে টাই-ব্রেকারে ডাচদের হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে মেসিরা। গতকাল তৃতীয় কোয়াটার ফাইনালে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে স্বপ্নের দৌড় অব্যহাত রাখল মরক্কো। দিনের দ্বিতীয় খেলায় হ্যারি কেনদের হারাল ফ্রান্স। ফলে শেষ চারে মুখোমুখি হতে চলেছে, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং ফ্রান্স-মরক্কো।

শেষ চারের লড়াইয়ের সূচি

প্রথম সেমিফাইনাল -১৩/১২/২০২২

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
ভারতীয় সময় রাত ১২:৩০

দ্বিতীয় সেমিফাইনাল- ১৪/১২/২০২২

ফ্রান্স বনাম মরক্কো

ভারতীয় সময় রাত ১২:৩০

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Qatar World Cup 2022, #semi finals

আরো দেখুন