দেশ বিভাগে ফিরে যান

তাওয়াং-এ ভারত-চীন সীমান্তে উত্তেজনা নিয়ে সংসদে সরব বিরোধীরা

December 14, 2022 | < 1 min read

তাওয়াং-এ ভারত-চীন সীমান্ত, ফাইল চিত্র

২০২০ সালে লাদাখের গালওয়ানের যুদ্ধের স্মৃতি ফের উস্কে দিয়েছে ৯ ডিসেম্বরে অরুণাচলের সীমান্তে তাওয়াং (Tawang Clash) এলাকায় ভারত-চীন সেনার মুখোমুখি সংঘাতের ঘটনা। তবে এই নিয়ে এখনও সরাসরি কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী। চীনের তরফেও মুখ খোলা হয়নি এখনও। তারই মধ্যে ভাইরাল হয়েছে সেদিনের সংঘর্ষের ভিডিও।

ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ নিয়ে বুধবারও সরগরম রইল সংসদ। চীনের আগ্রাসী নীতিকে কোন উপায়ে মোকাবিলা করতে চাইছে সরকার, তা নিয়েও প্রধানমন্ত্রী এবং সরকারের অবস্থান জানতে চান বিরোধীরা। এই বিষয়ে সংসদে আলোচনার দাবি জানায় তৃণমূল কংগ্রেস-কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। বিরোধীদের সেই দাবি নাকচ হয়ে যায়। তারপরই সংসদের দুই কক্ষ থেকেই বেরিয়ে যান কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এনসিপি-সহ অন্য বিরোধী দলের সাংসদরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Parliament, #Mallikarjun Kharge, #Walk out, #opposition parties, #Tawang Clash

আরো দেখুন