রাজ্য বিভাগে ফিরে যান

কামব্যাক Bengal Chemical-এর, ব্যবসায় সর্বকালীন রেকর্ড PC Roy-র সংস্থার

December 20, 2022 | < 1 min read

বাজার চলতি মিথ হল, ‘বাঙালি নাকি ব্যবসা পারে না’। কিন্তু বাংলা যেমন ফাটিয়ে সিনেমা বানাতে পারে, বাঘের মতো সাহিত্য সৃষ্টি করতে পারে, ঠিক তেমনই জমিয়ে ব্যবসাও করতে পারে। বাঙালির ব্যবসার ইতিহাসে নতুন অধ্যায় লিখলো বেঙ্গল কেমিক্যাল। বন্ধ হওয়ার মুখ থেকে কামব্যাক করল বেঙ্গল কেমিক্যাল (Bengal Chemicals)। ১২১ বছরের ইতিহাসে সর্বকালীন রেকর্ড করল সংস্থাটি। এই অর্থবর্ষের নভেম্বর পর্যন্ত ৭২ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করেছে বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল সূত্রে খবর, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরে তারা যথাক্রমে ৬ কোটি এবং সাড়ে ৭ কোটি টাকার মুনাফা করেছিল। এবছর নভেম্বর পর্যন্ত ৭ কোটি টাকা লাভ করে ফেলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত সংস্থাটি।

এবারেও বেঙ্গল কেমিক্যাল বিপুল লাভ করেছে, ফিনাইলের হাত ধরে। ৩০ কোটি টাকার ব্যবসা এসেছে ফিনাইল বিক্রি করে। ব্লিচিং পাউডার প্রায় ১৭ কোটি টাকার ব্যবসা দিয়েছে। সংস্থার কর্তারা বলছেন, পরিস্থিতির গতি প্রকৃতি বলছে চলতি অর্থবর্ষ শেষে ১২০ কোটি টাকার ব্যবসা করবেন তারা। তা সত্যি হলে, সেটিও হবে রেকর্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Chemicals, #Business

আরো দেখুন