জানুয়ারির শেষে উধাও শীত, ফিরবে কি ফেব্রুয়ারিতে?
শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। বৃহষ্পতিবার এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে।
শীত বিদায় জানিয়েছে মধ্য জানুয়ারির মাঝামাঝিতে। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের মতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পারদ নেমে গিয়ে ফিরতে চলেছে শীতের আমেজ।
উত্তরবঙ্গের সব জেলাতেই ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকার সম্ভাবনা প্রবল।
কলকাতায় বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ফের নামবে পারদ। ফেব্রুয়ারির ২-৩ তারিখ তাপমাত্রা প্রচুর নেমে যাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।