বিনোদন বিভাগে ফিরে যান

মার্চ থেকে শুরু স্ট্রিমিং, প্রকাশ্যে ‘ইন্দুবালা’র টিজার

January 30, 2023 | < 1 min read

ওটিটি প্ল্যাটফর্মে আসছে ইন্দুবালা ভাতের হোটেল। অধ্যাপক, সাহিত্যিক তথা চিত্রনাট্যকার কল্লোল লাহিড়ির আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসকে উপজীব্য করে পরিচালক দেবালয় ভট্টাচার্য বানিয়েছেন সিরিজটি। মার্চেই হইচইতে শুরু হবে সিরিজটির স্ট্রিমিং।

সাম্প্রতিককালে এই উপন্যাসটি বাংলার পাঠক মহলে সাড়া ফেলেছে। ইন্দুবালা ভাতের হোটেল কাহিনীতে মিশে রয়েছে দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের স্বজন হারানোর ব্যথা উঠে এসেছে পাতায় পাতায়। আদপে এটি বাংলার এক গৃহবধুর গল্প। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার এক অতি সাধারণ গৃহবধু ইন্দুবালা। দেশভাগের কবলে পড়ে তাঁর স্বপ্নভঙ্গ হয়। নিজের দেশে, নিজের বাড়ি ছেড়ে, স্বজন ছেড়ে হঠাৎই একদিন ভারতে চলে আসতে হয় ইন্দুবালাকে। আশ্রয় নেন কলকাতায়। তাঁর রান্নার হাত ছিল চমৎকার।

রান্নাকে হাতিয়ার করেই শুরু হয় ইন্দুবালার লড়াই। কলকাতার বুকে একটি ভাতের হোটেল খোলেন, নাম দেন ইন্দুবালা ভাতের হোটেল। ইন্দুবালার রাঁধা পদে মিশে থাকত ভালবাসা।এক মর্মস্পর্শী কাহিনী নিজের উপন্যাসে বুনেছেন কল্লোল লাহিড়ি। পাতা থেকে তা পর্দায় তুলে আনছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্দুবালার ফার্স্টলুকেই তিনি সকলকে চমকে দিয়েছিলেন। এবার মুক্তি পেল টিজার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indubala Bhaater Hotel

আরো দেখুন