দেশ বিভাগে ফিরে যান

ভোটার বাড়লেও ভোটের দিন বুথমুখী হতে অনীহা এক তৃতীয়াংশ ভোটদাতার

February 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটার সংখ্যা। কিন্তু বুথমুখী হচ্ছেন কি সব্বাই? কী বলছে পরিসংখ্যান? ১৯৫১-১৯৫২ সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন হয়। সে সময় দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১৭ কোটি ৩২ লক্ষ। প্রায় সাত দশক পর ভোটারদের সংখ্যাটা প্রায় ছ-গুণ বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সেই সংখ্যাটা হয়েছে ৯৪ কোটি ৫০ লক্ষ। কিন্তু এই ভোটারদের এক তৃতীয়াংশই গত লোকসভা নির্বাচনে বুথমুখো হয়নি। ভোটারদের মধ্যে অনেকের এই ভোটদানে অনীহাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন চিন্তিত।

ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে একাধিক উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। ১৯৫১ সাল থেকে পরবর্তী প্রতিটি সাধারণ নির্বাচনেই ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভোটারদের ভোটদানে অংশগ্রহণও বেড়েছে। প্রথম লোকসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৪৫.৬৭ শতাংশ। পরের লোকসভায় অর্থাৎ ১৯৫৭ সালের সাধারণ নির্বাচনে ভোটারদের সংখ্যা ছিল ১৯ কোটি ৩৭ লক্ষ। সেবার ভোট দিয়েছিলেন ৪৭.৭৪ শতাংশ ভোটার। বর্তমানে ৭৫ শতাংশ ভোটারকে বুথে টানার কথা ভাবছে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election, #Vote, #Election boycott

আরো দেখুন