তথ্য যাচাই বিভাগে ফিরে যান

আবারও ভুয়ো দাবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে, জেনে নিন আসল সত্য?

February 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিছু দিন আগেই দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছিলেন, অস্কারের জন্যে মনোনীত হয়েছিল তার ছবিটি। যদিও সে দাবি যে ভুয়ো ছিল, তার প্রমাণ আগেই মিলেছিল। এবার আরও এক ভুয়ো প্রচার করা হল, বলা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু সত্যিটা কী?

ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার হল দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারত সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টরেট তরফে এই পুরস্কার দেওয়া হয়। কিন্তু দ্য কাশ্মীর ফাইলস যে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে, সেটি কোনও সরকার বা সরকারি সংস্থার তরফে দেওয়া হয়নি। বেসরকারি সংস্থা DPIFFA তরফে এই পুরস্কার দেওয়া হয়। প্রসঙ্গত, বিভিন্ন বেসরকারি সংস্থা দাদা সাহেব ফালকের মানে পুরস্কার দেয়। যেমন, দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস, দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস সাউথ। আর এতেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। শ্যাম বেনেগলসহ প্রথিতযশা পরিচালকেরা এই জাতীয় একই নামের পুরস্কার দেওয়া বন্ধ করার দাবিতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছিলেন। যদিও তথ্য-সম্প্রচার মন্ত্রকের বক্তব্য, হুবহু একই নাম না হলে তারা হস্তক্ষেপ করতে পারেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#The Kashmir Files, #Vivek Agnihotri, #Dadasaheb Phalke Award

আরো দেখুন