দেশ বিভাগে ফিরে যান

রঙের বদলে চিতাভস্ম! জানেন বারাণসীর মাসান হোলির তাৎপর্য?

March 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির কাছে দোল মানেই শান্তিনিকেতন। তবে আরও এক বিশেষ ধরণের দোল হয় বারাণসীতে। যা মাসান হোলি নামে পরিচিত। এই হোলির সঙ্গে মিশে রয়েছে শিব ঠাকুর। মাসান হোলিতে রাধা, কৃষ্ণ নেই। প্রেম নেই। রয়েছে ভয়ঙ্কর এক সৌন্দর্য। যা আদপে শিব ঠাকুরের উৎসব, বারাণসীতে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। বারাণসীর মণিকর্নিকা ঘাটে মেতে ওঠেন আট থেকে আশি সকলেই। এখানে দোল খেলা হয় চিতাভস্ম দিয়ে। আবির নয়, এ চিতাভস্মের হোলি। মানুষের দেহ পোড়া ভস্ম দিয়েই একে অন্যকে রাঙিয়ে দেওয়া হয়।

বারাণসীর হোলিতে আনন্দ, উল্লাস সব আছে, কেবল রঙ নেই। এখানে দোলের রঙ ধূসর। আকাশ বাতাসে কেবল ছাই ভেসে বেড়ায়। মূলত অঘোরি সাধু সন্ন্যাসীরা এই দোল খেলেন। মরার খুলির পুজো করা হয়। স্থানীয়রা এবং অন্যান্য সাধুরাও যোগ দেন। সব মিলিয়ে এক ভয়াল রূপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#varanasi, #Holi 2023, #Masaaan Holi, #Ashes, #holi

আরো দেখুন