দেশ বিভাগে ফিরে যান

নিজের দপ্তরের আধিকারিকদের রাজ্যসভার কমিটিতে আনা – অভিযোগ ধনখড়ের বিরুদ্ধে

March 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিতর্ক যেন জগদীপ ধনখড়ের পিছু ছাড়ে না। বাংলার রাজ্যপাল থাকাকালীন বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ধনখড়। তাঁর নিরপেক্ষতা নিয়েও একাধিক অভিযোগ উঠেছিল। এবার উপরাষ্ট্রপতি পদে বসে নিয়োগ নিয়ে বিতর্কে জড়ালেন জগদীপ ধনখড়। পদাধিকারবলে তিনিই এখন রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার ২০টি স্ট্যান্ডিং কমিটিতে ধনখড়ের আটজন ব্যক্তিগত সহায়ককে নিয়োগ করা হয়েছে। সম্প্রতি রাজ্যসভার সচিবালয়ের তরফে জারি হওয়া এক নির্দেশিকায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। এতেই শুরু হয়েছে বিতর্ক। ইতিহাস বলছে, এর আগে কোনও উপরাষ্ট্রপতি নিজের ব্যক্তিগত সহায়কদের এমনভাবে কমিটিতে জায়গা করে দেননি। এই ঘটনার কথা সামনে আসতেই দেশের বিরোধী দলগুলি। বিরোধীদের তোপ, সংসদীয় কমিটিগুলির উপর নজরদারি চালাতেই নিজের লোকেদের নিয়োগ করেছেন উপরাষ্ট্রপতি। প্রশ্ন উঠছে, তবে কি উপরাষ্ট্রপতি সংসদের মর্যাদা ও গণতান্ত্রিক পরিকাঠামো রক্ষার বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন?

যদিও উপরাষ্ট্রপতির বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। বাংলার রাজ্যপাল থাকাকালীন রাজভবনের বিভিন্ন পদে তিনি আত্মীয়দের নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। তবে এবার, রাজস্যভার সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০টি স্ট্যান্ডিং কমিটিতে আটজন নতুন আধিকারিককে নিয়োগ করা হচ্ছে। তাঁরা কমিটির বিভিন্ন কাজে সহায়তা করবেন। এই আটজনের মধ্যে চারজন রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে কর্মরত, অন্য চারজন উপরাষ্ট্রপতির সচিবালয়ে কর্মরত। বিরোধীরা বলছেন, এমন ঘটনা নজিরবিহীন। এই ঘটনা সংসদীয় রীতিনীতি এবং ঐতিহ্যের পরিপন্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Parliament, #bjp, #politics

আরো দেখুন