রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গের বুনিয়াদি শিক্ষায় যুক্ত হতে চেয়ে চিঠি খোদ UNESCO-র

March 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্যই বুনিয়াদি শিক্ষায় গোটা দেশের বড় রাজ্যের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে বাংলা। এরই মধ্যে বাংলার শিক্ষা ক্ষেত্রে যুক্ত হল আরও এক পালক। ইউনেস্কোর ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং বাংলার প্রাথমিক ও বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। রাজ্যকে চিঠি দিয়ে সংস্থার তরফে আগ্রহ প্রকাশ করা হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করছে রাজ্য।

প্রসঙ্গত, ইউনেস্কোর ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিঙের সদর দপ্তর জার্মানির হামবুর্গ শহরে। হামবুর্গ থেকেই ইনস্টিটিউটের কর্তারা বাংলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে প্রাথমিক বৈঠক করবেন। বিভিন্ন দেশে বুনিয়াদি ও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে ইউনেস্কোর ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং। বৈচিত্রময় সংস্কৃতির ধারাকে উপজীব্য করে মানবতার বিকাশ ঘটানোই সংস্থার উদ্দেশ্য। দারিদ্র দূরীকরণের হাতিয়ার হিসেবেই তারা এমন উদ্যোগ নেন। বাংলার প্রাথমিক শিক্ষা দেশের মধ্যে সেরা তকমা পেয়েছে। ইউনেস্কো বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলে, তা দেশের মধ্যে নজির স্থাপন করতে পারে। এর আগেই বাংলার কন্যাশ্রী প্রকল্প ও কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃত পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #students, #Unesco, #schools, #Education

আরো দেখুন