খেলা বিভাগে ফিরে যান

ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য বিশ্বকাপ ফাইনালের গ্লাভস জোড়া নিলামে তুললেন মার্তিনেজ

March 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্তিনেজের গ্লাভস জোড়া মনে আছে?

আর্জেন্টিনার সমর্থকদের অন্তত মনে থাকার কথা। ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তো ওই গ্লাভস জোড়ার ভেতরে থাকা বিশ্বস্ত হাত দুটোর কারণে! ম্যাচ টাইব্রেকারে গড়ানোর আগে ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া একটি শট অবিশ্বাস্য সেভ করেন মার্তিনেজ। টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ আরেকটি সেভ করেন।


লাল ও হালকা সাদা রংয়ের এই গ্লাভস জোড়া তাই মার্তিনেজের নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’জয়ী মার্তিনেজ সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।


নিলামে তার দাম উঠল ৪৫ হাজার ডলার। এই অর্থ আর্জেন্টিনার শিশুদের ক্যানসার হাসপাতালে দান করা হবে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিলাম থেকে প্রাপ্ত টাকা যাবে আর্জেন্টিনার গারাহান বয়েজ হাসপাতালে। আর্জেন্টিনার শিশুদের হাসপাতাল গারাহান বয়েজ ইনস্টাগ্রামেও জানিয়েছে এই খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cancer, #gloves, #Argentina, #Cancer Patients, #auction, #Emi Martinez

আরো দেখুন