এবার ‘নাটু নাটু’ গান সাইবার সচেতনতার কাজে ব্যবহার করবে কলকাতা পুলিস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুনিয়া নাচছে ‘নাটু নাটু’র ছন্দে, অস্কারজয়ী গানের তালে মজেছেন তারকা থেকে সাধারণ শ্রোতা সবাই। অস্কারের মঞ্চ হোক বা আফটার পার্টি, সব জায়গাতেই অদ্বিতীয় এম এম কীরাবাণীর ‘নাটু নাটু’।
এবার গানটির জনপ্রিয়তা ব্যবহার করে প্রচার শুরু করল কলকাতা পুলিস। সাইবার সচেতনতায় গানের পোস্টার ব্যবহার করে নেট নাগরিকদের শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার বার্তা দিল পুলিস।
সিনেমার পর্দায় রামচরণ ও এনটিঅআর ব্যাপক শক্তি প্রদর্শন করেছেন। তাঁদের শক্তিকে প্রতীক অর্থে ধরে নিজের পাসওয়ার্ডকে শক্তিশালী করার বার্তা মানুষকে দিয়েছে পুলিস। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে আরআরআর সিনেমার দুই চরিত্রের মতোই ‘শক্তিশালী’ পাসওয়ার্ড তৈরি করতে নেট নাগরিকদের বলা হয়েছে। ফেসবুক,হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করার নির্দেশ দিয়েছে পুলিস। কলকাতা পুলিসের সাইবার শাখা জানিয়েছে, কঠিন পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য সবসময় সচেতন করা হয়। এর ফলে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকের সম্ভাবনা অনেকটাই কমেছে।