দেশ বিভাগে ফিরে যান

নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন! ভুয়ো টুইটে ছাড়াল বিভ্রান্তি

March 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন! বৃহস্পতিবার এই খবরটি দ্রুত গতিতে ছড়িয়ে পরে। সেটাই স্বাভাবিক। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল ভারত সফরে এসে নাকি এই বার্তা দিয়েছে।

কিন্তু দিনের শেষে ভারতে সফরকারী নোবেল প্রতিনিধিদলের প্রধান তথা নরওয়ে নোবেল প্রাইজ কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কারের ‘সম্ভাব্য দাবিদার’ বলেননি তিনি। পাশাপাশি তিনি এবিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুয়ো’ বলেছেন। এরই সঙ্গে সংবাদ সংস্থাকে বলেন, ‘‘একটি ভুয়ো খবরের টুইট পাঠানো হয়েছিল। বিষয়টিকে ভুয়ো খবর বলেই বিবেচনা করা উচিত।’’


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তোজো বলেছিলেন, “আজকের দিনে গোটা বিশ্বে শান্তির সবচেয়ে বড় প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” কিন্তু সেখানে নোবেল শান্তি পুরস্কারের কোনও প্রসঙ্গ ছিল না, বলেই দাবি তোজোর। তাঁর বক্তব্য, ভুয়ো টুইটের বক্তব্যের সঙ্গে তাঁর বক্তব্যের কোনও মিল নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #fake News, #PM Modi, #Nobel Peace Prize, #False claims, #Asle toje, #Fake propaganda

আরো দেখুন