দেশ বিভাগে ফিরে যান

অনলাইনে লেনদেন করলেই শুল্ক? নতুন অর্থবর্ষ থেকে কার্যকর নয়া নিয়ম

March 29, 2023 | < 1 min read

অনলাইন টাকা লেনদেনের জন্য এ বার দিতে হবে অতিরিক্ত টাকা, ছবি সৌজন্যে- PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনলাইনে টাকা লেনদেন করলেই দিতে হবে শুল্ক? গুগল পে বা অন্য কোনও সংস্থার মাধ্যমে আজকাল সকলেই লেনদেন করেন। নয়া অর্থ বছরের প্রথম দিন থেকেই কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। ইউপি‌আইয়ের মাধ্যমে অনলাইন লেনদেন সংক্রান্ত নিয়মবিধিতে বড় বদল আসতে চলেছে, পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এমনই প্রস্তাব করেছে। সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। মনে করা হচ্ছে, ১ এপ্রিল থেকে নয়া ব্যবস্থা কার্যকর হবে। সেক্ষেত্রে, নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে। ব্যাঙ্কের মাধ্যমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে বা এক ব্যক্তি থেকে কোনও প্রতিষ্ঠানে টাকা লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

অনলাইন লেনদেন সংক্রান্ত নয়া বিধিতে বলা হয়েছে, ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করলে শুল্কবাবদ অতিরিক্ত টাকা দিতে হবে। লেনদেন হওয়া টাকার পরিমাণের উপর শুল্কের পরিমাণ নির্ধারিত হবে। লেনদেন হওয়া অর্থের অঙ্কের উপর ১.১ শতাংশ হারে শুল্ক ধার্য হবে। ফলে অনলাইন লেনদেনের খরচ বাড়ছেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tax, #transaction, #UPI Account

আরো দেখুন