রাজ্য বিভাগে ফিরে যান

বাড়বে দুর্যোগ, কলকাতা-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

March 31, 2023 | < 1 min read

রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। গতকাল রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। আগামী দু’দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যের একাধিক জেলায় আজ শুক্রবারও বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Weather Update, #West Bengal Weather

আরো দেখুন