পেটপুজো বিভাগে ফিরে যান

রমজানের সন্ধ্যায় কলকাতার কোথায় সারবেন মিষ্টি মুখ?

April 4, 2023 | < 1 min read

মিষ্টি ছাড়া রমজানও অসম্পূর্ণ। ছবি: ফেসবুক ওয়াল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা হল মিষ্টির স্বর্গরাজ্য, এখানে ভোজের শেষ মিষ্টির দেখা মিলবেই। আর শেষপাতে মিষ্টি মুখের জবাব নেই। মিষ্টি ছাড়া রমজানও অসম্পূর্ণ। রমজানের সন্ধ্যায় ইফতারির শেষ পাতে মিষ্টি মুখ সারতে পারেন হাজি আলাউদ্দিন সুইটস থেকে। দোকানির বয়স একশো বছরেরও বেশি। এখানকার বত্তিশি হালুয়া এবং মাওয়া লাড্ডু ছাড়া রমজানের স্বাদ বাকি থেকে যায়। তাই হাজি আলাউদ্দিন গেলে অবশ্যই উইশ লিস্টে রাখুন এই দুটো খাবারকে। এছাড়াও গুলাবজামুন এবং আখড়োট হালুয়া ট্রাই করতে পারেন।

ঠিকানা: ৫৬, ফিয়ার্স লেন, কলুটোলা স্ট্রিট, কলকাতা ৭৩

গুগল ম্যাপ লিঙ্ক:

TwitterFacebookWhatsAppEmailShare

#Sweets, #Kolkata, #Ramazan, #Haji allauddin sweets

আরো দেখুন