দেশ বিভাগে ফিরে যান

বাড়ছে ইনফ্লুয়েঞ্জার দাপট, এক বছরে দেশে বৃদ্ধি ১৬ গুণ

April 20, 2023 | < 1 min read

বাড়ছে ইনফ্লুয়েঞ্জার দাপট। ছবি সৌজন্যেঃ Medical Dialogues

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই দেশে রোগবালাই বেড়ে চলেছে। করোনা পরবর্তী সময়ে নতুন করে বাড়ছে বিভিন্ন প্রাচীন রোগ, বাড়ছে সংক্রামক রোগ। ইনফ্লুয়েঞ্জা নিয়ে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে। সারা দেশে ২০২১-২২ সালে এক বছরে ইনফ্লুয়েঞ্জা বৃদ্ধি পেয়েছে ১৬ গুণ।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ফ্লু সন্দেহে যেসব টেস্ট হয়েছে তার, প্রতি ১০০টি নমুনার মধ্যে ৭টি পজিটিভ আসছে। ফ্লুকে কেন্দ্র করে দেশের এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমজনতার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গতকাল, বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এক নামী ওষুধ সংস্থা। অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট পালমনোলজিস্ট ডাঃ রাজা ধর। তিনি জানান, বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন সাবটাইপের মধ্যে বর্তমানে H3N2 টাইপের কারণে সবচেয়ে সংক্রমণের ঘটনা ঘটছে। এমতাবস্থায়, জনস্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে বাৎসরিক ফ্লু ভ্যাকসিন নেওয়া খুব জরুরি, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#diseases, #health and fitness, #Health Issue, #Health hazards, #influenza, #India

আরো দেখুন