দেশ বিভাগে ফিরে যান

এই ছয়টি ব্যাঙ্ক ছাড়া বেসরকারিকরণের পথে দেশের সমস্ত ব্যাঙ্ক

April 20, 2023 | < 1 min read

বেসরকারিকরণের পথে দেশের সমস্ত ব্যাঙ্ক, প্রতীকী ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাথায় হাত ভারতবাসীর। চলতি বছরেই অনেকটাই বদলে যেতে পারে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের চিত্রটা। ফের বেসরকারিকরণের পথে দেশের একাধিক ব্যাঙ্ক। এর আগে সরকারি কর্মচারীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্র একাধিক ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছিল।

মোদী সরকার এর আগে সিদ্ধান্ত নিয়েছিল SBI ছাড়া সমস্ত সরকারি ব্যাঙ্ক প্রাইভেট হাতে তুলে দেওয়া হবে। কিন্তু নীতি আয়োগ তালিকা প্রকাশ করে জানিয়েছে, দেশের ৬ টি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে না।

দেখে নিন বেসরকারি হবে না কোন ব্যাঙ্কগুলি

  • ১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • ২) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
  • ৩) ইউনিয়ন ব্যাঙ্ক
  • ৪) কানাড়া ব্যাঙ্ক
  • ৫) ব্যাঙ্ক অফ বরোদা
  • ৬) ইন্ডিয়ান ব্যাঙ্ক।

সরকারি আধিকারিক সূত্রে খবর, যে সমস্ত সরকারি ব্যাঙ্ক কনসোলিডেশনের অংশ ছিল সেগুলির প্রত্যেকটিকে বেসরকারিকরণের বাইরে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের অগস্টে ১০ টি ব্যাঙ্কের মধ্যে ৪ টিকে সংযুক্তিকরণ করে মোদী সরকার। যার ফলে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে ১২-তে চলে আসে।

দেশের বহু সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রক্তচাপ বাড়তে শুরু করেছে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের। ব্যাঙ্কে জমানো টাকার তবে কি কোন‌ও নিরাপত্তা নেই? প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Bank Privatisation, #modi govt

আরো দেখুন