বিনোদন বিভাগে ফিরে যান

দেখে নিন টলিউড অভিনেত্রীদের Crush কারা?

April 26, 2023 | 2 min read

টলিউডের অভিনেত্রীদের ক্রাশ কারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টলিউডের লাইমলাইটে থাকা লাস্যময়ী নায়িকারা বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নেন। কিন্তু জানেন কি এই সমস্ত অভিনেত্রীদের জীবনে রয়েছে একাধিক ক্রাশ।

ছবিতে দেখে নিন এই সমস্ত সেলিব্রিটিদের মনে রয়েছেন কারা?

শোলাঙ্কি রায় ও টম ক্রুজ

শোলাঙ্কি রায়। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মেঘলা নামে যিনি বেশি জনপ্রিয়। তাঁর প্রথম প্রেম ছিল মার্কিন চলচ্চিত্র অভিনেতা টম ক্রুজ।

রাইমা সেন ও লিওনার্দো ডিক্যাপ্রিও

রাইমা সেন। বেশির ভাগ সময়ে বোল্ড লুকে ধরা দেন যিনি। তাঁর প্রথম প্রেম ছিল নাকি টাইটানিকের নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও।

ঐন্দ্রিলা সেন ও শাহিদ কাপুর

ঐন্দ্রিলা সেন। ছোট থেকেই হ্যান্ডসাম শাহিদ কাপুরের প্রেমে পরেছিলেন ঐন্দ্রিলা।

মধুমিতা সরকার ও শাহরুখ খান

মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে খ্যাত পাখি নামে যিনি বেশি জনপ্রিয়। তাঁর ছেলেবেলা থেকেই ক্রাশ ছিল বলিউড বাদশা শাহরুখ খান।

কৌশানি মুখার্জী ও হৃত্বিক রোশন

কৌশানি মুখার্জী। ছোট থেকেই তিনি বলিউডের সেনসেশন হৃত্বিক রোশনের প্রেমে হাবুডুবু খেয়েছেন।

মিমি চক্রবর্তী ও হেনরি কাভিল

মিমি চক্রবর্তী। তাঁর ক্রাশ হলিউড অভিনেতা সুপারম্যান হেনরি কাভিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Heroine, #Raima Sen, #Tollywood, #Actress, #mimi chakraborty, #Solanki Roy, #koushani mukherjee, #Madhumita Sarcar, #Crush

আরো দেখুন