রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় মোহভঙ্গ? দেখা নেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দিল্লির গেরুয়া নেতাদের

May 1, 2023 | < 1 min read

বাংলায় মোহভঙ্গ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় কি মোহভঙ্গ হল দিল্লির বিজেপি নেতাদের? ক্রমশ উঠছে প্রশ্ন। তবে এই এ রাজ্যের দলীয় সংগঠন নিয়ে ক্রমশ উদাসীন হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় গেরুয়া নেতারা? বঙ্গ বিজেপির অন্দরে ঘুরছে এমনই সব প্রশ্ন। অমিত শাহ বা জে পি নাড্ডার বঙ্গ সফরে রাজ্যে থাচ্ছেন দিল্লির নেতারা। কিন্তু তারপর আর বাংলায় কেন্দ্রীয় নেতাদের টিকি পাওয়া যাচ্ছে না। এমনকি অভিযোগ উঠছে, কেন্দ্রীয় নেতাদের কাছে সাংগঠনিক বিষয়ে কোনও দরবার করা হলেও, কোনও পদক্ষেপ করা হচ্ছে না। অভাব-অভিযোগের সমাধান হচ্ছে না।

উল্লেখ্য, বঙ্গ বিজেপির নেতাদের মাথায় চারজন কেন্দ্রীয় নেতাকে বসিয়েছিলেন নাড্ডা। তাঁরা হলেন সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকড়া এবং অমিত মালব্য। পাশাপাশি কেন্দ্রীয় নেতা সতীশ ধোন্দকে রাজ্য বিজেপির সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক করে বাংলায় পাঠিয়েছেন নাড্ডা। কিন্তু তারা বেপাত্তা। রাজ্য বিজেপির নেতাদের একাংশের কথায়, এর আগে কোনও সমস্যা হলে, তারা সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলতে পারত। কিন্তু এখন আর তা হচ্ছে না। ফলে বঙ্গ বিজেপির নেতারা সাফ প্রশ্ন করছেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নেতাদের ভূমিকা কী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asha lakra, #West Bengal, #Amit shah, #bjp, #JP Nadda, #BJP Bengal, #politics, #Amit Malviya, #Sunil Bansal

আরো দেখুন