পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

খাস উত্তর কলকাতায় রয়েছে গন্ধেশ্বরী মন্দির, জানেন কোথায়?

May 5, 2023 | < 1 min read

গন্ধেশ্বরী মন্দির, উত্তর কলকাতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গন্ধেশ্বরী দেবী দুর্গারই আরেক রূপ। গন্ধেশ্বরী হলেন গন্ধবণিকদের আরাধ্যা দেবী। বুদ্ধ পূর্ণিমার দিন গন্ধেশ্বরী দেবীর বিশেষ পুজো হয়। বৌদ্ধ ধার্মালম্বীরাও গন্ধেশ্বরী দেবীর পুজো করেন। ২১সি রাজেন্দ্র দেব লেনে গন্ধেশ্বরী মন্দির অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে রয়েছে গন্ধেশ্বরীর অষ্টধাতুর মূর্তি। দেবী চতুর্ভুজা, তিনি ত্রিশূল হাতে গন্ধাসুরকে বধ করছেন। দেবী সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুর্বান শোভা পায়। ১৩৪৬ বঙ্গাব্দের ১৭ বৈশাখ গন্ধবণিক মহাসভার সভাপতি নৃত্যগোপাল রুদ্র উত্তর কলকাতার গন্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধ পূর্ণিমার দিন গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা নিজের নিজের বাড়িতে কূলদেবী দেবী গন্ধেশ্বরীর পুজো করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Temple, #North Kolkata, #Gandeshwari Mandir

আরো দেখুন