কলকাতা বিভাগে ফিরে যান

মোকা মোকাবিলায় প্রস্তুতি শুরু, কন্ট্রোল রুম খুললো লালবাজার

May 7, 2023 | < 1 min read

ফাইল ছবি। সৌজন্যে: Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোকা মোকাবিলায় চেষ্টার ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিতে আরম্ভ করেছে কলকাতা পুলিশ। আগাম কন্ট্রোল রুম খোলা হল লালবাজারে। ঝড়ের কারণে কোনরকম সমস্যা হলে, নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারবেন শহরবাসী। রবিবার সকাল সাতটা থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। ফোন নম্বরগুলি হল, ২২১৪১৮৯০, ২২৫০৫০৩৩, ২২৫০৫০৪৪, ২২৫০৫১৪৬। একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হল, ৯৪৩২৬১০৪৫০।

জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। ৭ মে- ১২ মে অবধি তাঁদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone mocha, #cyclone, #Lal Bazar, #Control Room

আরো দেখুন