দেশ বিভাগে ফিরে যান

প্রসূতি, সদ্যোজাতের মৃত্যুতে শীর্ষে ভারত, UN-এর রিপোর্টে মুখ পুড়লো মোদী সরকারের

May 11, 2023 | < 1 min read

ভারতে শিশু মৃত্যু, প্রতীকী ছবি, সৌজন্যে- নিউজ ১৮

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে বিশ্বে প্রসূতি ও সদ্যোজাতের মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে ভারত। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইন্টারন্যাশনাল মেটারন্যাল নিউবর্ন হেল্থ কনফারেন্সে রাষ্ট্রসংঘ এই রিপোর্ট প্রকাশ করেছে। এতেই মোদী সরকারের অস্বস্তি বেড়েছে। দেশের অবস্থা খারাপ হলে বাংলার পরিসংখ্যান অবশ্য অত্যন্ত সন্তোষজনক। কেন্দ্রের তথ্য বলতে, ওই একই সময়ের মধ্যে বাংলায় শিশু মৃত্যুর হার (৬-২৩ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে) ১৫.৫ শতাংশ কমেছে।

ওই রিপোর্ট অনুযায়ী, আফ্রিকার কয়েকটি দেশসহ মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে প্রসূতি ও সদ্যোজাতর মৃত্যুর ঘটনা সর্বাধিক। সারা বিশ্বের মোট প্রসূতি ও সদ্যোজাত মৃত্যুর ৬০ শতাংশই ১০টি দেশে ঘটেছে। তালিকায় শীর্ষে ভারত। এছাড়াও নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো, ইথিওপিয়া, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও তানজানিয়ার মতো দেশ রয়েছে তালিকায়। বাংলাদেশ ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির চেয়েও পিছিয়ে রয়েছে ভারত।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালে গোটা বিশ্বে ৪৫ লক্ষ প্রসূতি, সদ্যোজাত মৃত্যুর হয়েছে। (মৃত সন্তান প্রসবের সংখ্যাসহ) ভারতে মৃত্যুর সংখ্যা ৭ লক্ষ ৮৮ হাজার। সারা বিশ্বের নিরিখে প্রায় ১৭ শতাংশ। ওই বছর ভারতে ৪ লক্ষ ৬৮ হাজার সদ্যোজাতের মৃত্যু হয়। ২ লক্ষ ৯৭ হাজারটি মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। প্রসূতি মৃত্যুর সংখ্যা ২৪ হাজার। ভারতের এহেন পরিসংখ্যান মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#United Nations, #modi govt, #Infant Mortality Rate

আরো দেখুন