আজ KKR-র বিরুদ্ধে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে ইডেনে খেলবে LSG
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লখনউ সুপার জায়ান্টস তাদের ভক্তদের এবং কলকাতার ভক্তদের চমকে দেওয়ার পরিকল্পনা করছে। কি সেই পরিকল্পনা? ভারতীয় ফুটবলে মোহনবাগান হল অন্যতম ঐতিহাসিক ক্লাব। তাদের জার্সির রং হল সবুজ-মেরুন। সেই সবুজ মেরুন রং এবার দেখতে পাওয়া যাবে IPL-র মঞ্চে। মোহনবাগান সুপার জায়ান্টসের চেয়ারম্যান এবং লখনৌ সুপার জায়ান্টসের মালিক হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। তিনিই চাইছেন ক্রিকেটের সাথে ফুটবলের আবেগকে মিশিয়ে দিতে।
আগামী ২০ মে ইডেনে গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে লখনৌ তাদের নীল জার্সি পড়বে না। মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে KKR-র বিরুদ্ধে খেলবে লখনৌ যার মেন্টর গৌতম গম্ভীর যিনি কলকাতার অধিনায়ক হিসেবে দুবার IPL জিতিয়েছেন দলকে।
সঞ্জীব গোয়েঙ্কা চাইছেন সবুজ-মেরুন জার্সিতে লখনৌকে নামিয়ে যেমন মোহনবাগানের প্রতি সন্মান জানানো হবে আবার তেমনই জনসমর্থন ভাগ করে দেওয়ার পরিকল্পনা মোহনবাগান আবেগ কাজে লাগিয়ে। আদৌ কি লখনৌ পারবে জনসমর্থন ভাগ করতে সেটা তো সময় বলবে।