খেলা বিভাগে ফিরে যান

IPL 2023 Awards: শুভমান থেকে শামি, কার দখলে এল কোন খেতাব?

May 30, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই মাসের টান টান লড়াই শেষ। পঞ্চমবার IPL 2023-এর চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চেন্নাইকে ২১৫ রানের টার্গেট দিয়েছিল গুজরাত। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইসের নিয়মে ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সামনে। ম্যাচের শেষ দুই বলে ছক্কা এবং চার মেরে পরাজয়ের কবল থেকে চেন্নাইকে জয়ের মুখ দেখালেন রবীন্দ্র জাদেজা।

আইপিএল ২০২৩-এ কমলা টুপির মালিক হলেন গুজরাতের শুভমান গিল। এছাড়াও MVP পুরস্কার জিতেছেন শুভমান গিল। ১৭ টি ম্যাচ খেলে ৮৯০ রান করেন তিনি। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫৭.৮৭। সিরিজে সেঞ্চুরি করেছিলেন দুটি। এছাড়া বেগুনি টুপির মালিক হলেন গুজরাতের মহম্মদ শামি। ১৭ টি ম্যাচে তিনি ২৮ টি উইকেট নিয়েছেন। তার বোলিং ইকোনমি ৮.০৩। মোহিত এবং রশিদ দুজনেই ২৭টি স্ক্যাল্প পেয়েছেন। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল।

একনজরে দেখে নিন #IPL2023 পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন – চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০২৩ রানার্স আপ –গুজরাত টাইটানস

অরেঞ্জ ক্যাপ বিজয়ী-শুভমান গিল (জিটি)- ৮৯০ রান

পার্পল ক্যাপ বিজয়ী – মহম্মদ শামি (জিটি)- ২৮ উইকেট

সর্বাধিক ছক্কা -ফাফ ডু প্লেসিস (আরসিবি)- ৩৬টি ছক্কা

সর্বাধিক চার-শুভমান গিল (জিটি)- ৮৫টি চার

সিজনের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) –শুভমান গিল (জিটি)

প্লেয়ার অফ দ্য ফাইনাল – ম্যান অফ দ্য ম্যাচ – ডেভন কনওয়ে (CSK)

উদীয়মান খেলোয়াড়- যশস্বী জয়সওয়াল (আরআর)

ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন- গ্লেন ম্যাক্সওয়েল (RCB) (স্ট্রাইক রেট ১৮৩.৪৯)

সিজনের সেরা ক্যাচ- রশিদ খান (জিটি)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- দিল্লি ক্যাপিটালস / ক্যাপ্টেন – ডেভিড ওয়ার্নার

গেম চেঞ্জার অফ দ্য সিজন- শুভমান গিল (জিটি)

সিজনের দীর্ঘতম ছয়-ফাফ ডু প্লেসিস (আরসিবি)- ১১৫ মিটার

এছাড়াও

আইপিএল অরেঞ্জ কাপ বিজয়ী (২০০৮ – ২০২৩): শুভমান গিল (৮৯০ রান)

আইপিএল পার্পল কাপ বিজয়ী (২০০৮ – ২০২৩)- মহম্মদ শামি

আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক (২০০৮-২০২৩): এমএস ধোনি

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #md shami, #IPL 2023, #Shubman Gill, #IPL AWARDS, #Ipl awards 2023

আরো দেখুন